সব জীবনে রঙ থাকে না -
খোলা বাতাসের সাথে কথা কয় নীরব অভিমান
হৃদয়ের ব্যালকনিতে অবুঝ রোদ্দুর উঁকি মারে।


গনগনে তাপে পুড়ে গেছে শৈশবের রঙ
চোখের জলে খেলা করে অচেনা স্বরলিপির গান
অভিমানের ভাষা যে সব সময় মুখেই থাকবে তা কিন্তু নয়।


শরতের বৃষ্টির স্থায়িত্ব খুবই কম -
মেঘলা মনের দরজায় দাঁড়িয়ে পেঁজা তুলো মেঘ
আপন খেয়ালে ভেসে যায় এপ্রান্ত থেকে ওপ্রান্তে।


জীবনের রঙ ক্ষয়ে যেতে যেতে ক্রমশ বিবর্ণ –
বর্ণচোরা শরীর নিঃশব্দে মিশে যায় প্রকৃতির মাঝে
একটার পর একটা ঋতু পেরিয়ে যায় দুঃসময়ের হাত ধরে।


অচ্ছুৎ শরীরটাকে গিরগিটির মত মনে হয় -
রঙ পাল্টাতে পাল্টাতে নিজেই কেমন নিজের অচেনা লাগে
খোলা আকাশের নীচে মুক্ত বিহঙ্গের মত ডানা মিলতে পারিনা আজও ...


        ********


রচনাকাল – ০৯/০৯/২০২১