সব আশাতেই ছাই দিয়েছো
কোথায় শান্তি পাই
নিয়েছো কেড়ে বাঁচার রসদ
দুখের অন্ত নাই।


জ্যেষ্ঠ রোদের তপ্ত দহনে
মানুষ যাচ্ছে পুড়ে
ছারখার হয় সুখের জীবন
লিখছি কবর খুঁড়ে।


প্রকৃতি পুড়ছে মানুষ পুড়েছে
নেই অন্ন জল
ভোগ বিলাসের এতো আয়োজন
সব যেন বিষফল।


বিষবৃক্ষ পুতেছে মানুষ
ফল পাবে হাতেনাতে
দুমুঠো অন্ন পাবে না আর
ছাই থাকবে পাতে।


এই দুনিয়ায় কজন মানুষ
সময়ে দু'মুঠো খায়
রুক্ষ কঠিন বাস্তব জীবনে
মানুষই নেবে দায়!


      *****


২৬ মে ২০২৩