বৃষ্টি পড়ে টাপুর টুপুর
ভিজছে সবুজ বন
চোখের কাজলে স্বপ্ন মায়া
হৃদয় উচাটন।


মেঘের বুকে কালো আবীর
কে ছড়িয়ে দিলো
দুষ্টু মেয়ে বৃষ্টি রানী
রোদ্দুর কেড়ে নিলো।


মাটির গন্ধ বাতাসে ভাসে
ডানা ঝাপটায় পাখি
পিচ্ছিল পথে হাঁটছে কৃষক
মোছো এবার আঁখি।


শাখায় শাখায় কদম ফুল
হাসছে মধুর হাসি
বৃষ্টি ভিজে মেঠো শরীর
আসছে মুখে কাশি!


টাপুর টুপুর বৃষ্টি ঝরে
এসেছে বর্ষা ঋতু
বৃষ্টির সাথে চাষের জমির
আছে একটা সেতু।


       *******


রচনাকাল  -  ২৭/০৬/২০২১