মাটির পৃথিবী ঘুমিয়ে আছে
উৎসব তবু রোজ
পায় না খেতে কোটি মানুষ
কে কার রাখে খোঁজ!

গোধূলির চাঁদ ওঠে না রোজ
তবুও খোঁজে চাঁদ
নিঃস্ব মানুষ পথ হারিয়ে
লিখছে মৃত্যু ফাঁদ।


দহন বেলায় দুঁ'ফোটা ঘাম
মোছাবে মানুষ কই
সারাটা জীবন পুড়ছে মানুষ
হারিয়ে ফেলছে খেই।


বুকের বালুচর বেদনায় ভরা
জ্বলে না সেখানে আলো
আঁধার জীবন চায় মুক্তি
মানুষ আছে কী ভালো?


হামাগুড়ি দেয় বিবর্ণ রোদ
আসে না জীবনে ভোর
মাটির পৃথিবী করে আর্তনাদ
কাটুক দুঃখের ঘোর।


         *******


রচনাকাল  -  ০৭|০৫|২০২২