সুখ চেয়েছি অনেক বেশী
পেয়েছি শুধুই কান্না
নিয়তির হাতে আধমরা আজ
কপালে দুঃখ বন্যা!


ব্যর্থ জীবন গোধূলি আলোতে  
চোখের কাজল ঝাপসা
মরমী নদীতে ভয়াল স্রোত
নষ্ট সুখের নকশা।


সুখের নদী গেছে শুকিয়ে
হতাশা করেছে গ্রাস
আঁধার জীবনে হতাশার মেঘ
বৃষ্টি বন্যা ত্রাস!


অভুক্ত পেট জীবন যুদ্ধ
সদাই করছি লড়াই
কান্না কাব্য ক্ষুধার্ত শিশুরা
মানুষ ভুলেছে বড়াই।


ভোরের আকাশে সোনালী রোদ
ছড়ায় আলোর কিরণ
দুঃখ ভুলে হাসবে মানুষ
ঈশ্বরকে করো স্মরণ।


   ****


রচনাকাল – ০৯/০৮/২০২১