ক্যালেন্ডারের পাতায় বছর তারিখ বদলে যায়
জীবন থেকে কমে যায় মানুষের আয়ু
একটা পাতায় সারা বছরের হিসাব
পাঁচমিশালি কাব্য কথা লেগে আছে ক্যালেন্ডারের পাতায়।


শীত গ্রীষ্ম বর্ষা, ঋতু বদলে যায়
শরতের আগমনে মা দূর্গার পদধ্বনি শুনতে পাই
খুশির আবেশে ভেসে যায় আপামর জনসাধারণ।


ফসলের মাঠ ভরে ওঠে সোনালী ধানে
নবান্ন উৎসবে মেতে উঠবে কৃষকের দল
বসন্তের ছোঁয়ায় হৃদয়ে জেগে ওঠে ভালোবাসার রংমশাল।


ক্যালেন্ডারের পাতা ক্রমশ ধূসর হয়ে যায়
বয়সের ভারে নতজানু হয় শৈশবের বারান্দা
যৌবন পেরিয়ে যায়, আঁধার নামে হৃদয় উপকূলে।


          ********


০৬ জানুয়ারী ২০২৩