স্মৃতির পাতায় শৈশব দিন
কেবলই ফিরে আসে
দুঃখ সুখের মূর্ছনা হয়ে
স্মৃতির ভেলায় ভাসে!


প্রভাত আলোয় শিশির কুড়িয়ে
হৃদয়ের মালা গাঁথা
শৈশব দিন ছিলনা সুখের
পেয়েছি অনেক ব্যথা!


ছোট্ট উঠোনে প্রথম আলো
খুশির কিরণ ছড়ায়
ছেলেবেলার ছোট ছোট সুখ
অন্তর শুধু ভরায়!


বাধা নিষেধ ছিলনা কিছুই
ছিলনা মায়ের বকা
দু’মুঠো ভাত দু’বেলা জোটেনা
কষ্টের রোদে একা!


সবাই বলে ছেলেবেলা ছিল
হাসিতে খুশিতে ভরা
আমার জন্যে আঁধার আকাশ
সুখ ছিল অধরা!


জোয়ার ভাটা জীবনে আসে
এটাই জীবন খেলা
ছেলেবেলা চোখ মুছে দেখে
পেরিয়ে গেছে বেলা!


   ****