কবিতা  -  চালের হাঁড়ি
*****************


বুঝতে পারছি চাকরিটা যাবে
কিচ্ছু করার নেই
বিধাতার সাথে লড়াই করবো
এমন সাধ্য কই?


ট্রেনের চাকায় দিয়েছ তালা
বাস করেছ বন্ধ
অফিস যাব কেমন করে
আমরা কী এতোই মন্দ?


ট্রেনে লাগে দুই ঘণ্টা
গ্রাম থেকে শহর
পায়ে হেঁটে যাওয়া কী যায়
নেই যে এতো বহর!


চালের হাঁড়ি ফুরিয়ে এলো
হাতেও নেই টাকা
অফিস বলছে কাজে এসো
নইলে তোমরাও ফাঁকা!


মাস মাইনে পাবেনা এবার
বলছে কোম্পানী আইন
কাজ করলে পাবে টাকা
নইলে হবে ফাইন!


আর কতদিন থাকবো ঘরে
এবার করো দয়া
যাবে ভেসে সব পরিবার
সামনে মরণ ছায়া!


       *******


রচনাকাল - ৩০|০৫|২০২০



*************************
    কবিতা  -  বোবা কথা
*************************


বখাটে ছেলেরা আড্ডা মারে
মাঠে কিংবা রকে
মোবাইল ফোনে চ্যাটিং করে
যাচ্ছে সবাই বোখে।


দিন রাত্তির বকর বকর
খাচ্ছে সবার মাথা
অলস সময় চলছে এভাবে
কোথায় বই আর খাতা!


জীবনের মানে খোঁজেনা এরা
আড্ডা মারাই কাজ
বেকার জীবন দুঃসহ কাটে
নেই তো কোনো লাজ?


কেউ দেখেনা দোষে সবাই
বেকার মনের ব্যথা
আড্ডা হাসিতে লুকিয়ে আছে
হাজার বোবা কথা।


অশান্ত সময় কোটি বেকার
চাকরির দরজা বন্ধ
ডিগ্রি আছে ধূলোয় পড়ে
সময় হয়েছে অন্ধ!


       ********


রচনাকাল  -  ২৮|০৫|২০২০