দুঃখের দিন গিয়েছে ফিরে
তবুও কন্ঠে গরল
কাঁটার মতো বিঁধছে সদাই
কবে যে হবে সরল!


হতাশার মেঘ গিয়েছে কেটে
ছন্দে ফিরছে জীবন
হাসিখুশি গান শিশু কলতান
আবার হচ্ছে স্মরণ!


ভালোবাসা আজ বাহু বন্ধনে
পড়বে এখনি ধরা
হৃদয় আঙিনায় সোহাগের রোদ
কেন তবে মনমরা!


কোকিলের ডাকে বসন্ত আসে
বাউল গাইছে গান
দোল উৎসবে মাতবে সবাই
প্রকৃতিতে ফিরছে প্রাণ।


শিমুল পলাশে লেগেছে রঙ
উতলা ফাগুন হাওয়া
শাখায় শাখায় ফুলের শোভা
খুশিতে গান গাওয়া।


           ******


রচনাকাল - ০৬|০৩|২০২১