হাসছে শিশু খেলছে শিশু
যেন চাঁদের হাট
শীতের রোদ্দুর গায়ে মেখে
ভরছে খেলার মাঠ।


ভোর আলোতে সুয্যি মামা
ছড়ায় সোনার আলো
চাঁদের হাটে হবে উৎসব
সবারই হোক ভালো।


শিশু মনে নেই কোনো পাপ
মনটা সরল সাদা
ছোট্ট শিশুরা খেলছে মাঠে
মাখছে গায়ে কাদা।


এই শিশুরা মানুষ হবে
নেবে শপথের দীক্ষা
মানুষের মতো মানুষ হলেই
মিলবে প্রকৃত শিক্ষা।


চাঁদের হাটে বসেছে মেলা
যেন ভোরের পাখি
কিচিরমিচির করছে সদাই
দু নয়ন মেলে দেখি।


        *******


১৯ জানুয়ারী ২০২৩