সময়ের বুকে মারছে ছুরি
লোভ করেছে গ্রাস
চাঁদের কলঙ্ক দেখেও দেখেনা
মানুষ হৃদয়ে ত্রাস!
স্বার্থ ছাড়া বোঝেনা কিছুই
সভ্যতা হয়েছে বিবস্ত্র
বিচার বুদ্ধি লোপ পেয়েছে
হাতে তুলেছে অস্ত্র!
****