শিশির বিন্দুর কোলাহল দূরে সরিয়ে সব্বাই খুশিতে মাতোয়ারা
হিমেল বাতাসের পরশ পেয়ে মানুষও আমোদিত –
আবাল বৃদ্ধ বনিতারা এখানে ওখানে মেতে উঠেছে বনভোজনে।


শীতের শুরু থেকেই চলে উৎসবের আয়োজন
চড়ুইভাতি বা বনভোজনে জমে ওঠে শীতের দিনগুলি
মিঠে রোদ্দুরকে বুকে জড়িয়ে উপভোগ করে শীত।


শীতেই ভরে যায় চিড়িয়াখানা, ভিক্টোরিয়া থেকে সব দর্শনীয় স্থান
নদীর ধারে চড়ুইভাতির মজাই আলাদা আমেজ
পরীক্ষা শেষের পরই মেতে ওঠে স্কুল পড়ুয়ারা।


উত্তরের হাওয়ার সাথে পিঠে পুলি আর নলেন গুড়
ভোজন রসিক বাঙালি পৌষ পার্বন উৎসবেও মেতে ওঠে
শীতের বরফি মোয়া স্বাদ বাঙালি ছাড়া আর বুঝবে ক’জন।


শীত মানেই বনভোজন শীত মানেই পরিযায়ী পাখির কলতান
বছরের শুরুতেই নতুন বইয়ের এক অপূর্ব সুগন্ধ ...
জীবনের রঙ ভরে উঠুক হাসি খুশি আর সুরেলা গানে।


             ********