চশমার কাঁচ ঘোলাটে হয়েছে
যায় না কিছুই দেখা
ছেলে বলে সময় নেই
এই কী কপালে লেখা।


চোখটা দেখানো বড় দরকার
হচ্ছে খুবই কষ্ট
চশমা ছাড়া চলতে পারি না
দু'চোখ হবে কী নষ্ট?


চোখের জ্যোতি যাচ্ছে কমে
ফুরিয়ে আসছে দিন
অন্ধের মতো লাভ কী বেঁচে
নেই কোনো বাকি ঋণ।


বয়সের ভারে নতজানু মুখ
চশমাটাই আসল শক্তি
লাঠি চশমা থাকলে কাছে
মিলবে সহজে মুক্তি।


এই বয়সে যাবো কোথায়
এখন হল আশি
ভালো চশমায় চলতে পারি
দুঃখ লুকিয়ে হাসি।


     ******


২৪ জানুয়ারী ২০২৩