রুটির মতো পুড়ছে মানুষ
মাটিও শুকিয়ে কাঠ
ক্ষেতের ফসল মরা ক্যানভাস
জলহীন ধূ ধূ মাঠ।


বৈশাখী মেঘ ছন্নছাড়া
পাখিরাও ককিয়ে কাঁদে
তীব্র দহন পুড়ছে দুপুর
মানুষ পড়েছে ফাঁদে।


বন্ধ হয়েছে দখিনা হাওয়া
শুধুই আগুন তাপ
বিষাদ প্রকৃতি কাঁদবে এবার
তোদের শরীরটাকে মাপ।


নদীর জল ফুঁসলে উঠে
ভাসিয়ে দেবে সব
বৈশাখী মেঘ জমছে আকাশে
মানুষ করছে কলরব।


ঝাঁপিয়ে যদি বৃষ্টি নামে
শীতল হবে ধরা
আশায় আশায় মানুষ বাঁচে
কাটবে কষ্টের খরা।


       *****


১১ মে ২০২৩