ভাঙা কাঁচের উপর দিয়ে হাঁটছি অনেক দিন
রক্তাক্ত হয়েছে দু পায়ের তলা...
চীৎকার করে বলেছি, আর পারছি না!


জীবনের রঙিন ছন্দে লেগেছে ধূসর গোধূলির রঙ
খুঁড়িয়ে চলতে চলতে কখন যেন পঙ্গু হয়ে গেছি
চোখের নীচে অমাবস্যার ছায়া দেখা যায়।


চাঁদের আলোয় পথ খুঁজে বেড়াই চিরকাল
তবুও অন্ধ মানুষের মতো হাতড়ে মরি
রক্ত ঝরা জীবনে আর কী আছে?


ফসলের ক্ষেতে শুয়ে আছে সোনালী রোদ্দুর
হলুদ ফুলে ভরে উঠেছে মাঠের পর মাঠ  -
সভ্য মানুষের চাওয়া পাওয়া অবুঝ আবদারের মতো।


কাঁটাতারের বেড়া ডিঙিয়ে এসেছি অনেক বছর আগে
বদলে গেছে ঠাঁই, বদলে গেছে জীবন বোধ -
তবুও সেই রক্তাক্ত দিন আজও ভুলতে পারিনি।


           ******


১৯ জানুয়ারী ২০২৩