আমার কবিতা জন্ম অন্ধ
পৃথিবী দেখতে সত্যি বড্ড ইচ্ছে করে
ঈশ্বর বললেন, দেখবি কেমন পৃথিবীর রূপ
তোকে করলাম চক্ষুদান, দেখ তাকিয়ে বিশ্ব।


একি! পৃথিবী জ্বলছে, পুড়ে ছারখার হয়ে যাচ্ছে সব
প্রকাশ্য দিবালোকে নারীকে নগ্ন করে হাঁটানো হয়
ভোট এলেই যত্রতত্র পড়ে থাকে লাশ
ধর্ষণ, নারী নির্যাতন কখনও কী হবে এই সভ্য দেশে।


ঈশ্বর চাই না চক্ষুদান, কেড়ে নাও দৃষ্টি
বরং অন্ধত্বই সবচেয়ে ভালো
জীবনে রঙিন বসন্ত নাই বা দেখলাম
এই পৃথিবীর কুৎসিত দৃশ্য দেখার জন্যে চোখেতে আলো চাই না।


কবিতা জন্ম বৃথা -
আলোর মিছিলে হাঁটতে চেয়েছি বারবার
কোথায় আলো! চারিদিকে শুধুই আঁধার কাব্যের কান্না
চোখে জল, পুড়ে ছাই হয়ে যায় চোখের রামধনু রঙ।


                ********


২৩ জুলাই ২০২৩