হারিয়ে গিয়েছে সুখের ঠিকানা
অশ্রু নদীর বাঁকে
তপ্ত লোহাতে আছো দাঁড়িয়ে
কোথায় পাবে তাকে।


পুড়ছে শরীর ফাগুন বাতাসে
লুকিয়ে কান্না রাখি
দেবতার ঋণ হয়নি তো শোধ
দিয়েছো হাজার ফাঁকি।


পাখির হৃদয়ও পাষাণ পাথর
মানুষ তো কোন ছার
নানা অছিলায় কালো কারবার
ফেঁপে ফুলে একসার।


দিওনা ফাঁকি রেখোনা বাকী
জীবনকে করো সরল
দেবতা শরীরে দিয়েছে মিশিয়ে
হাজার কোটি গরল।


সুখের ঠিকানা আজও অজানা
খুঁজছে তবুও মানুষ
মাথার উপর শূণ্য আকাশ
হবে লোভীরা ফানুস।


       ******


রচনাকাল  - ২২/০২/২০২২