দখল করে নিচ্ছে সবকিছু
নিজের প্রাপ্য অধিকারটুকুও বেহাত হয়ে যাচ্ছে
অসম জীবন, ভাষাহীন প্রতিবাদ।


একটু একটু করে সরে যাচ্ছে পায়ের তলার মাটি
দখল জমি বেদখল হয় চোখের সামনে -
জীবনের রঙ হারিয়ে যাচ্ছে ধূসর অন্ধকারে।


বৃষ্টিতে পিছলে যায় আধখানা শরীর  -
ভগ্নাংশের মতো টুকরো টুকরো হয় জীবনের অঙ্ক
জটিল সমীকরণ বুঝতে বুঝতে দখল হয়ে যায় ভালোবাসার উঠোন।


দিগন্ত জুড়ে ঘন কালো মেঘের ঘনঘটা
পাখিরা ছটফট করছে তাদের ছোট্ট বাসা বেদখল হবার ভয়ে
মানুষও তো সব সময় ভয়ে ভয়ে থাকে কখন হারিয়ে যাবে নিজের বাসস্থান।


           *******


১৭ জুলাই ২০২৩