দমকা হাওয়ায় হারিয়ে গেছে সুখের ঠিকানা
নেই নেই নেই, শুধুই নেই -
ছন্দে আবার ফিরবে কী কখনও এই জীবনে!


দমকা হাওয়া সবার সহ্য হয় না
রঙিন বসন্তের হাত ধরে হাঁটতে চাই সারাটা জীবন
প্রদীপ জ্বালিয়ে আঁধারের বুক থেকে উত্তাপ নিতে চাই।


ঋণের বোঝায় জীবন জেরবার -
ভুলতে চাই জীবনের অসহযোগ আন্দোলনের ধূসর কাব্য
ভাঙা কুটির মাটির হোক ক্ষতি নেই, দমকা হাওয়ায় উড়ে যেন না যায়।


হামাগুড়ি দিতে দিতে মেরুদণ্ডটা আর সোজা হয় না
শিমুল পলাশের অব্যক্ত কথা চায় কোকিলের দল
বসন্ত এসে গেছে, তবুও জীবনে বসন্ত নেই।


                 *****


১৬ মার্চ ২০২৩