ঢাকেতে কাঠি পড়ল শোনো
এসেছে শারদ দিন
প্রবাসী যারা ফিরছে ঘরে
হৃদয়ে খুশির বীণ।


শিউলি ফুলের গন্ধে মেখে
হাসছে শরৎ আকাশ
দিগন্ত জুড়ে কাশের মেলা
বইছে হিমেল বাতাস।


আপন খেয়ালে শরতের মেঘ
সূর্যকে করে আদর
হঠাৎ বৃষ্টি এলো ঝমঝমিয়ে
মেঘ, একটা বাঁদর!


ঢাকের কাঠিতে উঠলো আওয়াজ
অভিমান যাও ভুলে  
ভালোবাসা চায় প্রবাসী মানুষ
দাও হৃদয়টি খুলে।


মায়ের আগমন খেয়ালী বাতাসে
ধরায় নামুক সুখ
তোমার চরণ পড়ছে মাটিতে
ভুলবো সকল দুখ।


   ****


রচনাকাল – ০৬/১০/২০২১