ভাগ হচ্ছে সবই  
জমি বাড়ি সম্পত্তি
এমন কি মা বাবাও ...


সুখের সংসার পুড়ে যায়
ভালোবাসার আঁতুড়ঘর ভুলে যায় সব্বাই
শৈশবের জানালায় জং ধরে অবলীলায়।


বিধ্বস্ত বাবা মা -
ধানসিঁড়ি দিয়ে হেঁটে যায় শৈশব
পাখিরা উড়ে যাচ্ছে আপন উদ্দামতায়
ভালোবাসার সংসার ভাগ হয় অলীক অভিমানে।


দুয়ারে দাঁড়িয়ে হেমন্তের পাখি
তবুও সংসারে অশনি সংকেতের ছায়া
ভাঙন ক্রমশ গ্রাস করছে পরিবারের অন্দর মহলে।


ব্রাত্য বাবা মা
কে নেবে ওদের দায়িত্ব
কঠিন বাস্তব জীবনের জলছবি ভেসে ওঠে।


ধানসিঁড়ি নদী আজ আগাছায় ভরে গেছে
সভ্য মানুষের সংজ্ঞা ক্রান্তিকালে রূপ নিয়েছে
চোখের জলে লেখা হয় বাবা মায়ের ভালোবাসার প্রতিদান।


             *******


২৯ জুন ২০২৩