রোদ ঝলমল মধ্য দুপুর
মনটা করছে কেমন
ভাঙা জীবন আশাহত চোখ
কাঁচের টুকরো যেমন!


উড়ছে ফড়িং মেঘের সাথে
খেলছে সারাটা বেলা
আষাঢ় মেঘে বৃষ্টি কোথায়
ভুলেছে চাষের খেলা!


জীবন যেন রঙিন ফানুস
ফাটল জমির বুকে
ভাঙছে পাঁজর কান্না নিয়ে
থাকবো কেমনে সুখে!


মাটির সুবাস হারিয়ে গেছে
ধুঁকছে চাষের মাঠ
একমুঠো সুখ খুঁজছে সবাই
কোথায় সুখের হাট!


ভোরের আকাশে শুকতারা ডোবে
স্তব্ধ মেঘলা হৃদয়
জলের অভাবে হাহাকার করে
প্রকৃতি হবে কী সদয়!


    ****