বুকের পাঁজরে লেখা উপন্যাস
হয়েছে ধূসর কাব্য
আর কতকাল থাকবো উদাস
ভবিষ্যত কবে ভাববো!


বাঘের খেলা পারিনা দেখাতে
রিং মাস্টার নই
জীবনের খেলা হয়েছে নষ্ট
সুখের নদী কই?


দখিনা হাওয়ায় মরা গাছও
পাচ্ছে ফিরে প্রাণ
শিমুল পলাশে লেগেছে রঙ
এ যে প্রকৃতির মহা দান।


বৃথা আয়োজন এই জনমে
পেলাম কোথায় সুখ
পরের সুখে করিনা হিংসা
পিছু ছাড়েনি দুখ।


ক্যানভাস জুড়ে ধূসর গোধূলি
নিত্য নতুন অভাব
সুখের খোঁজে ছুটি সদাই
পাল্টানো হলোনা স্বভাব।


   *****