দিগন্তের বারান্দায় দাঁড়িয়ে আছে শরতের মেঘ
মাটির বুকে ছড়িয়ে আছে শিউলি ফুল
শিশিরের স্পর্শে ঘুম ভাঙছে সবুজ বনানীর।


কাশফুলের মনোরম রূপে মুগ্ধ মানুষ
হাসি মুখে সোহাগের গল্প করে কপোত কপোতি
ঘাসের বুক থেকে উবে যাচ্ছে শিশিরের সৌরভ।


প্রভাতের রঙ এতো মনোরম ক'জন জানে
ধীরে ধীরে চরাচরে নামছে সাদা কুয়াশার মায়াবী জাল
হাওয়ায় দুলছে কাশফুলের যুবক শরীর।


দিগন্তের বারান্দায় বসে গল্প করছে ভোলা মহেশ্বর আর মা পার্বতী
মর্তলোকে আসার সময় হয়েছে এবার
হৃদয়ের অলিন্দে আগমনীর মায়াবী সুর ছুঁয়ে যায়।


             ******


রচনাকাল  - ১৯|০৯|২০২২