দিনমজুরের করি কাজ
সকাল থেকে রাত
ভেবে তবুও অস্থির হই
কিভাবে জোটাবো ভাত?


সূর্য পোড়ায় গোটা শরীর
পাইনা কোনো কষ্ট
অভুক্ত সন্তান বাড়িতে কাঁদে
ওতেই মাথা নষ্ট!


কদম ফুল সুগন্ধ ছড়ায়
ঝিমিয়ে নিয়ন আলো
নিশুতি রাত আসেনা ঘুম
জীবন আঁধার কালো।


ভোর পাখিরা করে কলরব
পিঠেতে পাথর বোঝা
সমাজ বলছে দিনমজুর
মেরুদণ্ড হবে সোজা?


রক্ত চুষে নিচ্ছে সবাই
শরীর জিন্দা লাশ
কঠিন সময় উপহাস করে
গলায় মরণ ফাঁস!


   ****


রচনাকাল – ১৩/০৭/২০২১