কথা কম বলো দীর্ঘজীবী হবে
আমরা সব্বাই বেশি ভাট বকবক করি
কেউ চুপ করে থাকতে পারি না।

ন্যায় হোক কিংবা অন্যায়
কথা বলতেই হবে
অশ্রুর আড়ালে অশ্রু থাকে।

চোখ মুছিয়ে দেবার লোক কোথায়!
তবুও আমরা বকবক করি -
অন্যের দুঃখ যন্ত্রণার কথা শুনতে চাই না।

মানুষ আর দীর্ঘজীবী হয় না -
কম কথা বলার লোক এখন হারিয়ে গেছে
সব্বাই সবজান্তা, সব্বাই পন্ডিত!

         ******

রচনাকাল -
২৮শে জুন ২০২৫