চাতক পাখির মত আকাশের দিকে তাকিয়ে ছিল মানুষ
কিন্তু আকাশ ভেঙে বৃষ্টি কেউ চায়নি কখনও
পুকুর খাল নদী নালা সবই জলে একাকার ...


গরমের তৃষ্ণা মিটে গেছে তৃষ্ণার্ত মানুষের
এখন অতিবৃষ্টিতে আর এক দুর্বিষহ জ্বালা
বন্যার আকার নিয়েছে প্রায় গোটা গ্রাম বাংলা!


মানুষের মুখে হাসি ফুটলেও তা ক্ষণস্থায়ী
চাষের জমিতে জল উপছে বয়ে চলেছে ...
ধানের বীজতলা ডুবে গেছে এক কোমর জলে।


ধীরে ধীরে জল উপরে উঠছে রাস্তা পেরিয়ে উঠোনে
আরও বেশি বৃষ্টি হলেই জল ঢুকে পড়বে ঘরের অন্দরে
প্রকৃতির লীলায় মানুষ আজ ভীষণ অসহায়।


দীর্ঘশ্বাস ফেলছে কৃষক থেকে আমজনতা –
অতিবৃষ্টিতে নষ্ট হবে ফসল সবজি দামও বাড়বে দ্বিগুণ
অসহায় তাকিয়ে আকাশের দিকে নিদ্রাহীন কৃষক।


      ********