রাত্তিরের গভীরতা মাপতে মাপতে ভোর হয়
চেনা স্বপ্নগুলো হারিয়ে যায় চোখের নিমেষেই
জোনাকির কান্নার সাথে মিশে থাকে নিজের কান্না
অদ্ভুত নীরবতায় ভেঙে খানখান হয় স্বপ্নের উচ্ছ্বাস!


প্রতিটি রাত নিদ্রাহীন কাটাতে কাটাতে দু’চোখ গেছে মরে
জ্যোৎস্নার আলোকরশ্মি কিলবিল করে বুকের অন্দরে –
তবুও যন্ত্রণায় ছটফট করে হৃদয়ের লুকোনো স্বপ্নগুলো
চোখের জল শুকিয়ে মরুভূমি হয়ে যায় নীরবে!


ভোরের আলোয় সমস্ত স্বপ্নগুলো বিলীন হয় ...
দিগন্তজুড়ে ভালোবাসার রোদ্দুরগুলো হাওয়ায় ভাসে
গাছের পাতায় বরফ জমতে জমতে হয় শুভ্রতার পাহাড়
মরা চোখে বাঁচতে চাই নতুন ভাবে আগের মতই!


মনের আয়নায় দেখি নিজের অচেনা প্রতিবিম্ব
দেখে বিস্মিত হই আর ভাবি কেন এত স্বপ্নের আনাগোনা
মূল্যহীন জীবনে বেঁচে থাকার অধিকার কোথায়
তবুও বাঁচতে চাই স্বপ্নগুলো বুকে নিয়ে সারাজীবন!


           ********