হেমন্তকালের মাঝে এসেও শীত এখনও পড়েনি বঙ্গে
শীতের লেপ কম্বলও দিতে হয় নি গায়ে -
মাঝে মধ্যে নিম্নচাপের মেঘ আকাশে ভরে যাচ্ছে
তাই শীতটা আসি আসি করেও আসছে না।


ঝিলের জলে পরিযায়ী পাখিদের উল্লাস তেমন চোখে পড়ে নি
শীত জাঁকিয়ে পড়ার সাথে সাথে ওরাও অনাগত অতিথির মতো চলে আসে
একে একে খুলছে স্কুল, কলেজ, খেলার মাঠের দরজা
ওষ্ঠের হাসিতে যেন আলিঙ্গন করে বসন্ত উৎসবের ছোঁয়া।


শীতের পরশ গায়ে মেখে মাঠে যায় কৃষকের দল
অল্প কিছু দিনের মধ্যেই শুরু হবে নবান্ন উৎসব
সব্বাই চোখে মুখে এক অনাবিল আনন্দের ঝিলিক দেখা যায়
জীবনের দুঃসহ সময়ে বন্ধুর মতো   ক'জনকে পাশে পেয়েছে মানুষ!


মেঠো পথে বাউলের গান মুক্তির পথ দেখায়
শিশির বিন্দুর প্রতিটি ছোঁয়ায় জেগে উঠছে রঙ বাহারি ফুল
দুয়ারে দাঁড়িয়ে শীত, প্রকৃতির মনোরম শোভা হাতছানি দিয়ে ডাকছে
প্রকৃতি বলছে, জীবনকে উপভোগ করো সব দুঃখ যন্ত্রণা ভুলে।


               ********


রচনাকাল - ২৪|১১|২০২১