কবিতা  -  ধূসর সূর্যাস্ত
**********************


বাতাসে শুনেছো কী কান্নার শব্দ  -
ধনী গরীব সব্বাই যেন বোবা হয়ে গেছে
অকাল সময়কে হাতছানি দিয়ে ডাকছে ধূসর সূর্যাস্ত।


বিপর্যস্ত নাবিকেরমত সবাই কেমন নির্বাক
মাঝ দরিয়ায় অসহায় নাবিক যেমন
আত্মসমর্পণ করে
সমুদ্রের আস্ফালনে শুধুই মৃত্যুর জন্যে অপেক্ষা।


মন্দির মসজিদ গির্জা সব দেবতার স্থানই বন্ধ
ঈশ্বরের মুখদর্শন যেন বন্ধ হয়ে গেছে
বোবা কান্নায় গুমরে মরছে সমস্ত পৃথিবী।


পাখিদের ডানা ঝলসে যাচ্ছে জ্যৈষ্ঠের তপ্ত দহনে
সব যানবাহনের পায়ে দেওয়া আছে শৃঙ্খল
থমকে গেছে মানুষের যান্ত্রিক গতিশীল জীবন।


আধুনিক সভ্যতার মুখে লাগিয়ে দিয়েছে অসুখের তালা
স্বপ্ন হারিয়ে যায় লক্ষ কোটি উপোসী মানুষের
পৃথিবীর মানুষকে কবে শৃঙ্খল থেকে মুক্তি  দেবে ভগবান!


                 *********


রচনাকাল  -  ২০|০৪|২০২০



কবিতা  -  ডুবুরি
*****************


সমুদ্রের বুক তন্ন তন্ন করে খুঁজে বেড়িয়েছি
কোথাও পেলাম না একটা উজ্বল মুক্তো
ডুবুরির মতো আজও পেলাম না কাঙ্ক্ষিত  সম্পদ
যারা সারা বিশ্বের সমস্ত সমুদ্রতল চোষে বেড়ায় তারাও না ।


মানুষের লোভ যতদিন থাকবে ততদিন এই খোঁজার শেষ নেই
সব মানুষের মধ্যে একটা ডুবুরি মন আছে
ক'জন পায় জীবনের লোভনীয় প্রাচুর্য -
তবুও মানুষ হতে চায় ডুবুরি ...


গোপন উচ্চাশা যা কাউকেই বলা যায় না
সমুদ্রের ভিতরে গিয়ে মানুষ খুঁজে বেড়ায় সেই অপরূপ সম্পদ
অচিন পাখিদের ডানার মধ্যেও লুকিয়ে আছে মানুষের লোভ
মানুষও উড়তে চায় পাখিদের মত সারা বিশ্ব জুড়ে।


প্রতিটি মানুষের মনের মণিকোঠায় একটা ডুবুরির গোপন সত্তা আছে
বালুচর জুড়ে শুধুই কোটি কোটি মরা ঝিনুক
হয়তো ওর মধ্যেই লুকিয়ে আছে দুর্লভ মুক্তো
আর লোভী মানুষ মুক্তোর লোভে সব সমুদ্রতল তছনছ করছে।


               ***********


রচনাকাল  -  ২০|০৪|২০২০