খিড়কীর দরজায় দাঁড়িয়ে আছে শরতের ভোর
ঋতু মেনেই আসে শরৎকাল –
কিন্তু এখনও হিমেল বাতাসের পরশ লাগেনি ঘাসেদের ঠোঁটে!


শিউলি ফুলের সুবাসে আমোদিত হয় প্রকৃতি
দিগন্ত জুড়ে কাশফুল হাওয়ায় দুলতে থাকে অবিরাম
মায়ের আগমনী গানে আকাশে বাতাসে এক মায়াবী উজ্জ্বলতা!


আকাশে ভাসছে পেঁজা তুলো মেঘের দল
বর্ষা রানীর বিদায় আসন্ন তারই পূর্বাভাষ
সমুদ্র ভেলায় ভেসে উঠছে জীবনের মরমী গানের সুর!


বাতাসের ভাষায় লুকিয়ে আছে শরতের সৌরভ
মা দূর্গার আগমনী বার্তায় সেজে উঠছে শহর গ্রাম
সারা বছরের দুঃখ ভুলে মানুষও হাসছে প্রকৃতির সাথে!


আনাচে কানাচে ছড়িয়ে আছে শিউলি ফুল
সবুজ ঘাস প্রাণ ভরে নেয় শিউলির সুগন্ধ
ভোরের স্নিগ্ধ আলোয় জীবনের রঙ যেন বদলে যায়!


জীবন থেমে থাকে না, মা আসে মা যায়
খেটে খাওয়া মানুষ লড়াই করে চিরকাল
দুঃখের উপনিবেশ থেকে একটু হলেই খুশিতে মাতোয়ারা সব্বাই!


                *********