শরৎ মেঘ লুটে নিচ্ছে ভোরের স্নিগ্ধ আলো
দিগন্ত জুড়ে কাশফুলগুলো হাওয়ায় হাসে আপন মনে
মা দূর্গার আগমনী বার্তায় আকাশ বাতাস মুখোরিত।


পেঁজা তুলো মেঘগুলো আকাশে ভেসে বেড়ায় ইচ্ছে মতন
শঙ্খচিলের ডানায় খেলা করে শরতের মোলায়েম রোদ্দুর
জীবনের গানে খুশির পরশ লাগতে থাকে অবিরাম ...


পরিযায়ী পাখির দল ফিরে গেছে আপন দেশে
লক্ষ মাইল পথই তাদের ঠিকানা ...
প্রকৃতির সঙ্গে মিশে আছে পরিযায়ী পাখির জন্ম মৃত্যু।


ক্ষণিকের জন্যে হলেও শারদোৎসব জীবনের রঙ বদলে দেয়
সকল জনসাধারণের হৃদয়ে জেগে ওঠে খুশির রোশনাই
চোখের কাজলে স্বপ্নের মায়াজাল খেলা করে।


দুঃখের সব রঙ ধুয়ে যায় এই শারদোৎসবের আগমনে
মানুষ ভুলে যেতে চায় সারা বছরের দুঃখ যন্ত্রণা -
মা দূর্গার কৃপায় সবার জীবন সুখময় হয়ে উঠুক সারাটা বছর।


             *******