দুয়ারে দাঁড়িয়ে পেতেছি হাত
দাও নি দু'মুঠো ভিক্ষা
সময়ের পায়ে দিয়েছে বেড়ি
মানুষ নেবে না দিক্ষা!


বিবেকের হাতে হয়েছে খুন
মনুষ্যত্ব সব শেষ
নিরন্ন মানুষ থাক অভুক্ত
এই আমাদের দেশ?


স্বাধীন ভূমিতে জন্ম নিয়েও
তবুও দু'চোখে জল
মেঘের আড়ালে সূর্য হাসে
গরীবের নেই ছল।


মাটির বিছানা মাটির জীবন
হৃদয় আজও সিক্ত
সুখের কাব্য লিখতে গিয়ে
হয়েছে মানুষ রিক্ত।


মাটির জীবনে কষ্ট আছে
দুঃখের কুঁড়ে ঘর
হিমেল রোদ্দুরে উষ্ণতা নিয়ে
বাঁধি শুধু খেলাঘর।


   *****