দুমুঠো সুখ কিনতে গিয়ে
হলাম বোবা সবাই
হাসির বদলে দুচোখে জল
গরীব কেন জবাই!


কান্না মিছিল যায় হারিয়ে
সভ্যরা উৎসবে মত্ত
পিছন ফিরে দেখেনা কেউ
লুকিয়ে কঠিন সত্য!


উদ্দাম নাচ উলঙ্গ শরীর
যৌবন খুশিতে ভাসে
অভুক্ত পেট গেটের বাইরে
লজ্জা ওদের আসে?


দীন মজুর কুলীর ছেলে
চোখ ঢুকেছে গর্তে
লাজুক আঁখি আসেনা হাসি
মরণ লিখছে শর্তে!


দুমুঠো সুখ পেলনা ওরা
জীবনে উচ্ছিষ্ট কান্না
রক্ত মাংসের মানুষও জেনো
পাঁকেই পাবে পান্না!


   ****


রচনাকাল - ১৩/০২/২০২১