মানুষের হৃদয়ে জেগে উঠছে একফাকি খুশির জোয়ার
ধীরে ধীরে আলোক সজ্জায় সেজেছে শহর থেকে গ্রাম
শত দুঃখের মাঝেও মানুষ দূর্গা পুজোর উৎসবে মেতে উঠেছে।


সারা বছরের প্রতীক্ষার অবসান শেষে দোরগোড়ায় দূর্গা পুজো
বাঙালীর শ্রেষ্ঠ উৎসবে সব ধর্মের মানুষ আনন্দে মশগুল
শরত মেঘের পাগলামিতে মাঝে মাঝে ঝমঝমিয়ে বৃষ্টি।


কর্মসূত্রে যারা সারা বছর বিদেশে থাকে তারাও ঘরে ফেরে
দিগন্তের কাশফুলের শোভায় বিমোহিত হয় উৎসব পাগল মানুষ
হিমেল বাতাসের স্পর্শে ঝরে পড়ে সুগন্ধি শিউলি ফুল।


মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে মা দূর্গার আরাধনা
নানান কারুকার্যে আর রঙিন আলোতে সর্বত্র হয়ে ওঠে অপরূপ
সারা দেশ জুড়ে মানুষ মেতে উঠেছে দূর্গা পুজোর উৎসবে।


ধনী গরীবের ভেদাভেদ ভুলে সবাই এখন খুশির দোলায় ভাসছে
সব অমানিশি ও দুর্যোগ কেটে যাবে মা দূর্গার কৃপায় ...
পৃথিবী আবার হয়ে উঠবে কর্মচঞ্চল এবং উৎসবমুখর।।


           ********


রচনাকাল – ১৮/১০/২০২০