ভক্তি ভরে মাকে ডাকি
দাওনা  মাগো সাড়া
জীবন কেন এতো  কষ্টের
ঝুলছে মাথায় খাড়া!


দীপাবলি হোক আলোর উৎসব
হৃদয়ে জ্বলুক আলো
মানুষের কান্না দাও মুছিয়ে
আঁধারে প্রদীপ জ্বলো!


শব্দবাজি ও আলোক মালায়
মাতোয়ারা শহর গ্রাম
আকাশে ভাসছে লক্ষ ফানুস
কোথায় সুখের ধাম!


পৃথিবী জুড়ে হাহাকার ওঠে
কাঁদছে নিরন্ন শিশু
এতো মানুষ অভুক্ত কেন
এদের কেউ কি যিশু!


সব কালিমা দূর করো মা
ঘোচাও আঁধার রাত
আর পারিনা কষ্ট জীবন
দাও মা দুমুঠো ভাত!


        ******