সভ্যতার ঊষালগ্ন থেকেই আছে ভালোবাসার খেলা
স্নেহ মায়া মমতা সবই ছিল সেই আদিম যুগেই
তবু কেন বারবার মানুষ হেরে যায় মনুষ্যত্বের কাছে
চোখে কালো কাপড় বেঁধে আমরা বলছি ‘সভ্য’!


কিন্তু আমাদের আচার ব্যবহারে সভ্যতার লেশমাত্র নেই
এখনও আমরা শিশুদের দিয়ে কারখানা, দোকানে কাজ করাই
অনেক বাড়িতেই কাজের লোক ছোট ছোট মেয়েরা
যারা শৈশব হারিয়ে ভুলে গেছে সুন্দরভাবে হাসতে –


অভাব অনটনে ভেঙে পড়ছে তাদের দুঃখের সংসার
বাধ্য হয়েই ছোট ছোট শিশুরা হয়ে যায় কাজের লোক
ভদ্রভাবে আমরা তাদেরকে বলি ‘শিশু শ্রমিক’ –
মানবতা ক’জন লোকের আছে আমরা সঠিক জানি না!


ভালোবাসার নাম করে আমরা ছিনিয়ে নিচ্ছি শিশুর শৈশব
বরং আদিম যুগই আধুনিক সভ্যতার চেয়ে ভাল ছিল
অভাব ছিল কিন্তু মুখে ছিল এক চিলতে হাসি ...
টাকা দিয়ে মানুষ যেন কিনে নিতে চায় শিশুদের অধিকার!


জীবনটা নিয়ে ছিনিমিনি খেলছে আধুনিক সভ্য মানুষ
অনাথ শিশুদের দুমুঠো খাবারের কথা ক’জন ভাবে
শতবর্ষ পেরিয়ে যায় তবুও গরীবের বস্তিতে জল ঢোকে
বিনা চিকিৎসায় মরে যায় সভ্যতার কালো মুখ!


         *********