ভোরের প্রথম আলো এসে পড়ল কৃষ্ণচূড়ার মগডালে
লালরঙের এতো অপরূপ শোভা আগে অনুভব করিনি।


প্রতিটি গাছে কৃষ্ণচূড়া ফুলে ভরে গেছে সমস্ত পল্লী বাংলায়
কোথাও একবিন্দু হাওয়া নেই তবুও ফুলগুলো থিরথির করে কাঁপছে!


বেলা বাড়ার সাথে সাথে গ্রীষ্মের তপ্ত গরমে পুড়ছে সারা দেশ
বৃষ্টি নেই বাতাস নেই যেন বাঁচার সব রাস্তাই বন্ধ!


এসময়ে সূর্যমুখী ফুলের শোভা দেখা যায় মাঠে মাঠে
ভোরের আলোয় পুব দিকে মুখ আর বিকেল গড়ালেই পশ্চিমে!


জীবনও ঠিক এমনি যেখানে দুমুঠো অন্ন জুটবে সেখানেই নিরন্ন মানুষের ভিড়
সকাল বিকেল নিয়ম করে ছুটে বেড়ায় একমুঠো ভাতের জন্যে!


কৃষ্ণচূড়া বা সূর্যমুখী ফুলের সৌরভ তাদের শরীরে নেই
বেঁচে থাকবার জন্যে তাদের নামমাত্র পোশাকই যথেষ্ট ...


ভুখা পেট বড় অবুঝ সে স্থান কাল পাত্র জানে না
একমুঠো ভাতের খোঁজে অসহায় মানুষ ছুটে বেড়াচ্ছে এপ্রান্ত থেকে অপ্রান্তে ...


           ******