শীতের পোয়াতি রোদ্দুরে যৌবন নেই
শরীরে উত্তাপ খুঁজে পাই না
তবুও উত্তাপ খুঁজে বেড়াই মরা জ্যোৎস্নায়।


হাঁটু মুড়ে বসে আছে শীত -
অলস বিকেলে হামাগুড়ি দেয় মানুষের কঙ্কাল
পৌষের শীতে কুঁকড়ে আছে ইতিহাসের খিদে।


ঝড় বুকে নিয়ে দাঁড়িয়ে আছি
কেউ বিশ্বাস করে না -
অন্ধকারে হাতড়ে বেড়াই সুখ দুঃখের ঠিকানা।


অশ্রুতে লিখে রাখি যৌবনের গান
উপত্যকা ভাঙতে ভাঙতে কান্না শুকিয়ে যায়
তবুও শীত উপেক্ষা করে উপত্যকা ভেঙে চলি সারা জীবন।


            *******


রচনাকাল - ৮ জানুয়ারী ২০২৪