আগ্নেয়গিরির আগুনে শরীর পোড়ে না
অথচ শরীর জুড়ে ফোস্কা -
আগুনের উত্তাপ নেই
তবুও হৃদয় গভীরে ফোস্কার আস্তরণ।

মধ্যবিত্ত সংসার -
দারিদ্র্যের ফোস্কা চোখে পড়ে না
দহন বেলায় নীল অভিমান ভীড় করে দাঁড়ায়
বোবা কান্নারা আরও বোবা হয়ে যায়।

ফোস্কা কখনও সারে না -
দগদগে ঘা শরীর জুড়ে কলরব করে
অচিন অন্ধকারে ডানা ঝাপটায় আহত শরীর
আঁধার রাতে দুয়ার খুলে কে যেন ডাকে, আয় আয় আয় ...

             *******

রচনাকাল -
৩রা জুন ২০২৫