গাঁয়ের মাটি সবই খাঁটি
ভেজাল মোটেও নয়
শহর যতোই অহং করুক
মাটির হবে না ক্ষয়।


ট্রেনে বাসে বাদুড় ঝোলা
শহর হয়েছে যন্ত্র
গাঁয়ের মাটির গন্ধ নিলেই
বাঁচার পাবে মন্ত্র।


দূষণ ভরা শহর জীবন
বাতাসে মারণ বিষ
মুক্ত হাওয়ায় মুক্তির শ্বাস
দিচ্ছে পাখিরা শিস।


একই আকাশ একই বাতাস
তবুও তফাৎ কতো
গ্রাম শহরের জীবন জীবিকা
সব কী মনের মতো!


সহজ সরল মাটির জীবন
মাঠেই করে কাজ
ফসল ফলিয়ে শহর বাঁচায়
নেই তো গাঁয়ের লাজ।


         *****


রচনাকাল  -
৮ নভেম্বর ২০২৩