নদীর মতো ছুটছে যৌবন
যুবক সমাজ দিশেহারা
স্বপ্নের রঙ ক্রমশ ধূসর
জীবনটা পাগলপারা।


সভ্যতা আজ মুখ লুকিয়ে
নতজানু হয় ভোর
যুব সমাজ শিক্ষিত বেকার
কবে কাটবে ঘোর?


দহন জ্বালা হৃদয় জুড়ে
মনুষ্যত্ব গেছে মরে
চৈত্র দুপুর পুড়ছে সমাজ
কুঁড়িরাই যাবে ঝরে।


কোকিলের ডাকে ভেঙেছে ঘুম
দু'চোখে স্বপ্ন মায়া
দুয়ারে দাঁড়িয়ে বসন্ত হাসে
প্রকৃতিই দেবে ছায়া।


বেকার যুবক আজও অসহায়
পারে না জোটাতে ভাত
পরিবারের মুখে ফোটে না হাসি
সামনে যে গিরিখাত।


       ******


২৫ মার্চ ২০২৩