একটি ঘর এক বিছানা
তবুও অনেক ব্যথা
কান্না লুকিয়ে মাখছে রঙ
শুনবে দুঃখ কথা?


জীবন যেন ডুবো জাহাজ
স্বপ্ন দেখা বারণ
হাসির ঘরে এতো কান্না
কে বুঝবে তার কারণ!


তৃতীয়ার চাঁদ গলছে ধীরে
শীতের পরশ পেয়ে
ঘরের ভেতর পুড়ছে মন
দুঃখ আছে ছেয়ে!


মৃত দরজায় দাঁড়িয়ে আছে
এক আকাশ অভিমান
একটি ঘর এক বিছানা
চেওনা কোনো প্রতিদান!


লাজুক রাত্রি ঘুমিয়ে আছে
ওষ্ঠের খেলা শেষ
ভালোবাসা আজ ছেড়েছে ঘর
কোথায় সুখের দেশ!


ভোরের আলোয় ভাঙছে ঘুম
বিষাদ ভরা স্বপ্ন
সুখের ঠিকানা এক বিছানা
মিলনেই হবে মগ্ন!


  ****