ঘড়ির কাঁটা বড়ই অবুঝ ...
কারুর জন্যে কোন প্রতীক্ষার প্রয়োজন মনে করে না
আপন নিয়মে সে ছুটে চলেছে সময়ের তালে তালে
ক্ষণিকের জন্যেও সে দাঁড়াতে পারে না।


ঘড়ির কাঁটার মত মানুষ মানান সই হতে পারে না
আয়েশ আরাম কিংবা ঘুমিয়ে কাটায় বহু মানুষ
ভোরের শিউলি ঝরে যায় সময়ের স্রোতে –
হিম পড়া ভোরও থমকে দাঁড়িয়ে থাকে অতি বর্ষণে।


উদয় অস্ত পরিশ্রম করে যারা তারাও রাতে ঘুমোয়
কিন্তু ঘড়ির কাঁটার জীবনে ঘুম বলে কিছু নেই -
অনিবার্য সময়ের হাত ধরে ঘুরে চলে শতাব্দীর পর শতাব্দী
ঘড়ির কাঁটা বড়ই অবুঝ ...


প্রাকৃতিক নিয়মে আসে শীত গ্রীষ্ম বর্ষা ...
অচেনা নদীও ভরা বর্ষায় দুকূল ছাপিয়ে ভাসিয়ে দেয়
আবার প্রচন্ড দাবদাহে মরা নদীতে পরিণত হয়
ঘড়ির কাঁটার মত ভাববার সময় কোথায় তাকে চলতেই হবে চিরকাল!


         *******