আগাছার মধ্যেই বেড়ে ওঠে বেজন্মা ঘাসফুল
কারুর নজর পড়ে না ওদের দিকে -
বিনা যত্নেই বেড়ে ওঠা গন্ধহীন রঙিন ঘাসফুল।


অবহেলা যাদের একমাত্র সম্বল সেই অনাথ শিশুরাই যেন ঘাসফুল
সব্বাই মাড়িয়ে চলে যায় অবলীলায় মাটির ঘাসফুলের মতই
কাটা ঘুড়ির মতো বেয়ারিশ অগোছালো জীবন।


কোনো পুজোতেই লাগে না ভালোবাসাহীন  ঘাসফুল  -
কাটা ঘুড়ির মত শুধুই ভেসে চলা অনন্ত অবিরাম
ছন্দহীন জীবন নিয়ে ছোটো ছোটো অনাথ ছেলে মেয়ে ঘুরে বেড়ায়।


জীবনের আলপথে আগাছা ভর্তি কাঁটাময় জীবন
জ্যোৎস্না চাঁদের আলোয়ও বিবর্ণ মনে হয় -
আশৈশব কেটে যায় আঁধার ভরা জীবনের পরিমণ্ডলে।


হাজার আলোকবর্ষ পেরিয়ে গেলেও ঘাসফুল নীরবে কাঁদবে
দেবতার পায়ে কোনোদিনও পুজোর স্পর্শ পাবে না
অনাথ ছেলেমেয়েদের মত ঘাসফুল চিরকাল রবে পৃথিবীর আঁধার কক্ষপথে।

             ******


রচনাকাল  - ১৭/০৮/২০২১