শহরের ঘাম মাটিতে পড়ে না
গ্রামের ঘাম হয় রক্ত
জীবনের দাম নেই গরীবের
বাঁচাটাই বড় শক্ত।


কঠিন মাটিতে মুখ থুবড়ে
পড়েছে জীবন রথ
বুকের পাঁজরে মরা নদী শুয়ে
কোথায় সুখের পথ।


ঋণের বোঝা হবে না শোধ
দু'বেলা জোটে না ভাত
উদয় অস্ত শ্রম দিয়েও
নিদ্রাহীন কাটে রাত।


রেস্তোরা বারে নষ্ট খাবার
ডাস্টবিন ওঠে ভরে
অভুক্ত শিশুদের থামে না কান্না
কতো না যাচ্ছে মরে!


ঘামে ভাসছে হৃদয়ের হ্রদ
কান্না হয়েছে নদী
গ্রাম শহরের দূরত্ব মুছুক
গ্রামগুলো হাসে যদি।


       ******


রচনাকাল -
২৩ নভেম্বর ২০২৩