পঁচিশে বৈশাখ বাঙালি তথা ভারতবাসীর স্মরণীয় দিন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন
সাহিত্যে নোবেল পুরস্কার পেয়ে বাঙালি জাতিকে গর্বিত করেছেন
গান গল্প উপন্যাস সব ক্ষেত্রেই তিনি সিদ্ধহস্ত ছিলেন।


ভারতের জাতীয় সংগীত তাঁরই সৃষ্টি
পঁচিশে বৈশাখ দিনটি পালিত হয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে
ফুল মালা শঙ্খবাদন পথশোভা নানা আয়োজন
হৃদয়ের বেদিতে চিরকাল অমর হয়ে থাকবেন বিশ্বকবি।


বাংলা ভাষা হৃদয়ের ভাষা -
বাংলা সাহিত্যে তিনি ঈশ্বর হয়ে আছেন থাকবেন
পঁচিশে বৈশাখ দিনটি বিশ্ব জুড়ে পালিত হয়
এই মহামানবকে সব্বাই শ্রদ্ধায় স্মরণে নতজানু হয়ে প্রণাম করবে চিরকাল।


           ********


রচনাকাল -
৬ই মে ২০২৪