পিঠে আছে অবহেলার রোদ্দুর
থমকে দাঁড়িয়ে নদীর জল রেখা
প্রজাপতির রঙিন ডানায় খেলা করে
রামধনুর চেনা ছন্দ ...


বৈশাখের তীব্র দহনে ফিরে চায় মধুমাস
মেঘহীন আকাশে উন্মুক্ত তরবারির মতো
শাণিত উদ্ধত তাপ প্রবাহ -
কশাঘাত করে হৃদয়ের গোপন পাঁজরে।


ইতিহাসের বাঁকা পথ মাড়িয়ে যায়
গত জন্মের এক রাশ বিষাদ –
গানের জলসায় নেই কোন শ্রোতা
জলসাঘর শুষে নিচ্ছে রাতের জৌলুস।


ঘুমন্ত পাতার ফাঁকে ফাঁকে উড়ে বেড়ায়
এক রাশ নিদ্রাহীন জোনাকি
ঘুঙুরের মোহ কেটে যায়
শতাব্দীর মলিন হাত ধরে।।


     *******