পা দুটো ক্রমশ অবশ হয়ে আসছে
মুখের কথাগুলো কেমন যেন বোবা -
জীবন থেকে হারিয়ে যাচ্ছে স্বপ্নের শৈশব।


ঝড়ে বিধ্বস্ত যেন নাগরিক জীবন
কোনো মতে বেঁচেবর্তে থাকা
ক্ষণিকের ভুলে উর্বর উপত্যকা ভেঙে চুরমার হয়ে যায়
দিনের শেষ রোদ্দুরটুকু ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে দিগন্তে।


হাড়ের মধ্যে ঘুণপোকার শব্দ শোনা যায়
মনের উল্লাসে ওরা নিত্য করছে -
তবুও মুখ ফুটে একটা শব্দও বের হচ্ছে না।


মানুষের শরীরী কাঠামো অনেকটা বিকলাঙ্গের মতো
হৃদয়ের ভাঙা ঘাটে ঘাটে নিঃশব্দ বিপ্লব ঘটে যায়
ঘুণপোকারা অট্টহাসি করছে - হা হা হা হো হো হো হি হি হি ...


           *******


২৩ জানুয়ারী ২০২৩