বেঁকে গেছে জীবনের পথ
হাসিটুকু শুধু থাক
উত্থান পতন থাকবে চিরকাল
পাবেও কঠিন বাঁক।


মাথা নিচু অনেক করেছি
বুকেতে বেড়েছে ব্যথা
আর নয়, উঁচু মাথায়
করবো প্রতিবাদী কথা।


ঝড় উঠেছে হৃদয় মাঝে
থাকবো না আর নীরব
গলায় পা দিলেই দেখাবে
মানুষই হবে সরব।


সভ্যতা আজও ডুকরে কাঁদে
গোধূলির চাঁদ বাঁকা
স্বপ্নগুলো রাখবো বাঁচিয়ে
ক্যানভাসের রঙ পাকা।

দখিনা হাওয়ায় আবীর গন্ধ
দিশেহারা হয় জীবন
সুখের ঠিকানা অলিখিত থাক
ঈশ্বরকে করবো স্মরণ।


         ******


০৪ এপ্রিল ২০২৩